১২ ডিসেম্বর ২০২৪, এখন সময় সকাল ৭:৫৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

কুড়িগ্রামে সব নদনদীর পানি আবার বাড়ছে; নিম্নাঞ্চলসমূহ প্লাবিত

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
জুলাই ১৩, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ

অবিরাম বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে সবগুলো নদনদীর পানি আবারো বাড়তে শুরু করেছে। গত দুদিন ধরে নদীর পানি বাড়লেও এখনও দুধকুমার নদ ছাড়া সবগুলো নদনদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে নিম্নাঞ্চলসমুহ প্লাবিত হয়েছে।

১৩ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় পানি বেড়ে দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৮ সে.মি ওপর দিয়ে এবং ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানি ৩৭ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।এদুটি নদীর পানি বেশি বেড়ে বিপদসীমা বরাবর বইছে।

এছাড়াও তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদনদীর তীরবর্তী চরাঞ্চলসমূহে পানি উঠে নিম্নাঞ্চলসমুহ প্লাবিত হয়েছে। নতুন করে পানি বাড়ায় নদনদী অববাহিকার মানুষজন পড়েছেন বিপাকে। রাস্তাঘাটে পানি উঠায় চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।যেকোন মুহুর্তে এসব এলাকার বাড়িঘরে পানি উঠে ভোগান্তির আশংকা এসব মানুষের।

সর্বশেষ - আইন-আদালত