কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ১ কেজি ৪৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার রাতে বিজিবির কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ত্রিস্টাল মেথ আইস নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে পালংখালী বিওপির একটি চৌকষ আভিযানিকদল উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম আঞ্জুমান পাড়া নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। কিছুক্ষণ পর কতিপয় মাদক পাচারকারীকে সীমান্ত থেকে পায়ে হেঁটে বর্ণিত স্থানের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্যে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থল থেকে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৪৫ গ্রাম বার্মিজ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।


















