১৪ অক্টোবর ২০২৪, এখন সময় রাত ৮:১২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

টেকনাফে ইয়াবাসহ ৪ পাচারকারী আটক

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, কক্সবাজার
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ ৪ পাচারকারীকে আটক করেছে।

৫ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল ঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে ডেইল ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মুন্ডার ডেইল ঘাটে সমুদ্র থেকে আগত একটি ফিশিং বোট হতে সন্দেহজনক চারজন ব্যক্তিকে নামতে দেখা যায়।

কোস্ট গার্ড সদস্যরা তাদের থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায় এবং নেমে যাওয়া ব্যক্তিরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে চারজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের তল্লাশি করে মো. ইয়াছিনের (৩৬) কাছে থাকা একটি পলি ব্যাগ থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত