আগামী ৫, ৬ ও ৭ জুলাই (তিন দিন) ব্যাংক বন্ধ থাকবে। ৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকারের নির্বাহী আদেশে সারা দেশে তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময় সব ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। উল্লেখ্য, দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে ৫ জুলাই থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।