বাংলাদেশ ব্যাংকের নুতন গভর্নর ড. আহসান এইচ মনসুর দায়িত্ব নিয়েছেন। অর্থমন্ত্রণালয়ে দাপ্তরিক কাজ শেষ করে ১৪ আগস্ট দুপুর ১টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকে আসেন। এরপর গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে ড. আহসান এইচ মনসুর বলেন, অর্থনীতিতে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে অর্থমন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। তিনি আরও বলেন, রিজার্ভ নিচের দিকে নেমেছে আর মূল্যস্ফীতি গেছে ওপরের দিকে। বিদেশী বিনিয়োগ কীভাবে আনা যায়, সে বিষয়েও কাজ করতে হবে। মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এক বছরও লাগতে পারে।
ব্যাংকখাত সংস্কারে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে রোডম্যাপ তৈরি করা হবে।
গভর্নর বলেন, প্রধান অগ্রাধিকার- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া, ব্যাংক খাতে সংস্থার কার্যক্রম চালানো। এর জন্য যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে কমিশন গঠনের দরকার হলে সেটিও করতে হবে।