২১ নভেম্বর ২০২৪, এখন সময় বিকাল ৪:০৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না : আইন উপদেষ্টা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ২৮, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ

আমরা সর্বোচ্চ গুরত্ব দিয়ে কিছু মামলা আইডেন্টিফাই করেছি। আপনারা শুনে খুশি হবেন যে এর মধ্যে সাগর-রুনি হত্যা মামলা অন্যতম। এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার, সেসব বিষয়ে করণীয় ঠিক করেছি এবং কাজ শুরু করেছি। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। ২৮ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব কথা বলেন।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামে হত্যা মামলার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আইন উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে, যাতে অতি উৎসাহী হয়ে সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা না হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন জায়গা থেকে দলটিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি হাইকোর্টে উঠেছে, সেটির বিষয়ে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ করা হয়েছে। এটার বিপক্ষে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই। যদি শক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা- সত্যিকার অর্থেই সে রকম কিছু থাকে, সেটাও অত্যন্ত সততার সঙ্গে তদন্ত করে দেখে হয়তো এটা (নিষিদ্ধ) করা যেতে পারে। আসিফ নজরুল বলেন, জেনারেল রুল হিসেবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে দলটির অবদান ছিল। গত ১৫ বছরে তারা যা করেছে, সেটা তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম ফ্যাসিবাদ কায়েম করেছিল। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মনে হয় না সমীচীন হবে।
সাগর-রুনি হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, আমরা সর্বোচ্চ গুরত্ব দিয়ে কিছু মামলা আইডেন্টিফাই করেছি। আপনারা শুনে খুশি হবেন যে এর মধ্যে সাগর-রুনি হত্যা মামলা অন্যতম। এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার, সেসব বিষয়ে করণীয় ঠিক করেছি এবং কাজ শুরু করেছি। আইন উপদেষ্টা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জামায়াতে ইসলামী আবেদন করেছিল তাদের রাজনীতি নিষিদ্ধের আদেশ বাতিল করার জন্য। মন্ত্রণালয় আবেদন যাচাই বাছাই করে আইন মন্ত্রণালয়ে পাঠায় ভেটিং এর জন্য। আইন মন্ত্রণালয় সেটা যাচাই-বাছাই করে গেজেটের জন্য পাঠিয়েছে।

সর্বশেষ - আইন-আদালত