হিসাবরক্ষণ সংক্রান্ত গবেষণা ও পেশাগত দক্ষতা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
শনিবার (২১ জুন) যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে ‘অ্যাকাউন্টিং রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার ডেভোলপমেন্ট’ শীর্ষক ন্যাশনাল সেমিনার আয়োজন করে যবিপ্রবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ।
এর আগে সকাল সাড়ে ৯টায় স্যার জগদীস চন্দ্র বসু একাডেমিক ভবনের নবম তলায় পোস্টার প্রেজেন্টেশনের উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য।