মাত্র তিন দিনে ইউক্রেনের ৩ হাজার সাত শতাধিকের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। মঙ্গলবার রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাতে গিয়ে এসব সেনারা প্রাণ হারানোর পাশাপাশি বিপুল পরিমাণ ট্যাংক, সাঁজোয়া যানসহ বিভিন্ন সামরিক সরঞ্জামও হারিয়েছে বলে জানিয়েছেন তিনি।
সের্গেই শোইগু বলেন, ৪ জুন থেকে শুরু হওয়া লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনী ৩ হাজার ৭১৫ জন সেনা, ৫২ ট্যাংক, ২০৭ সাঁজোয়া যান, ১৩৪টি গাড়ি, ৫টি বিমান, দুটি হেলিকপ্টার, ৪৮টি ফিল্ড আর্টিলারি ইউনিট এবং ৫৩টি ড্রোন হারিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দুর্ভাগ্যক্রমে আমাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিপক্ষের অগ্রসর হওয়ার প্রচেষ্টাকে প্রতিহত করার সময়, রাশিয়ার সামরিক বাহিনীর ৭১ জন সেনা হারিয়েছে। আহত হয়েছেন আরও ২১০ জন। এ ছাড়া, ১৫টি ট্যাংক, ৯টি সাঁজোয়া যান, দুটি গাড়ি এবং ৯টি ফিল্ড আর্টিলারি ইউনিট ধ্বংস হয়েছে।
এছাড়া ইউক্রেনীয়দের হামলায় ১৫টি যান, দুটি ট্রাক এবং ৯টি কামান ধ্বংস হয়েছে।
শোইগু জানান, সোমবার সবচেয়ে ভারী লড়াই হয়েছে উভয়পক্ষের মধ্যে। এদিন ইউক্রেনীয় পাঁচটি ব্রিগেড রণক্ষেত্রের সাতটি পয়েন্টে আক্রমণ করেছিল। এই সংঘর্ষে ইউক্রেনীয়রা ১ হাজার ৬০০ সেনা হারিয়েছে। ১৩৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আলআরাবিয়া