চুয়াডাঙ্গায় টানা বর্ষণে তলিয়ে গেছে মাঠ-ঘাট। ২৪ ঘণ্টায় ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৭০ মিলিমিটার রেকর্ড হয়। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভরাপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, এ অবস্থা আরো দুদিন অব্যাহত থাকতে পারে।