৩ ডিসেম্বর ২০২৪, এখন সময় রাত ১০:৪৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

অন্তর্বর্তী সরকারের জন্য তালিকা দিল বিএনপি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৮, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি তালিকা প্রস্তাব করেছে বিএনপি। যেসব রাজনৈতিক দল ও নাগরিক সমাজ গত জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল এই তালিকায় তাদের প্রতিনিধিরা স্থান পেয়েছেন বলে জানা গেছে। ৮ আগস্ট মন্ত্রিপরিষদ সচিবের কাছে দলটির পক্ষ থেকে এই তালিকা দেওয়া হয়। দলীয় সূত্রে জানা যায়, ৬৪ রাজনৈতিক দল গত নির্বাচন বর্জন করে। এসব দল থেকে প্রতিনিধি নিয়ে ২০০ জনের বেশি নামের তালিকা দেওয়া হয়েছে। এই বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, যেসব রাজনৈতিক দল ও নাগরিক সমাজে গত নির্বাচন বর্জন করেছে, তাদের প্রতিনিধিদের সমন্বয়ে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তালিকা প্রস্তাব করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত