গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ’র নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মােহাম্মদ হাতেম। এছাড়াও সংগঠনটির নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলে শামীম এহসান এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাে. শামসুজ্জামান।২৫ আগস্ট বিকেএমইএ’র ঢাকা কার্যালয়ে বিকেএমইএ পরিচালনা পর্ষদের বোর্ডের সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
এর আগে সকালে শারীরিক অসুস্থতার কারণে বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন। বিকেএমইএ পরিচালনা পর্ষদের প্রতি লিখিত এক চিঠিতে তিনি পদত্যাগের ঘােষণা দেন সেলিম ওসমান। এ সময় বিকেএমইএ’র সাবেক সভাপতি ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমন্বয়ে পরবর্তীতে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের নিটওয়্যার খাতের উন্নয়নের স্বার্থে এই পরিষদ বর্তমান পর্ষদকে সার্বিকভাবে সহযােগিতা করবে।
নবগঠিত পরিচালচনা পর্ষদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মনসুর আহমেদ। সহ-সভাপতি হিসেবে আছেন অমল পােন্দার, গাওহার সিরাজ জামিল, মােরশেদ সারােয়ার সাহেল সহ-সভাপতি (অর্থ), আখতার হাসেন অপূর্ব, মােহাম্মদ রাশেদ।২০১০ সালের ২২ জুলাই থেকে সংগঠনটির সভাপতির দায়িত্ব ছিলেন সেলিম ওসমান।