বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনা মূল্যে গরিব-দুস্থ ৪৯ রোগীর বিনা মূল্যে চোখের অস্ত্রোপচার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং চিকিৎসা সহায়তা কেন্দ্র (চাঁপাইনবাবগঞ্জ) উদ্যোগে এই ফ্রি অস্ত্রোপচার অনুষ্ঠিত হয়েছে। অস্ত্রোপচার করা রোগীদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৩০ জন নারী।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. আক্তার ফেরদৌসি জাহান, ডা. জেরিন পারভীন এবং ডা. নুসরাত লুবনা ইসলাম।