ফেনীর দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নেতৃবৃন্দদের ৩০ সেপ্টেম্বর কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শন করেন। এতে উপস্থিত ছিলেন দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চেয়ারম্যান এম এ তাহের পন্ডিত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুহিন, ডিরেক্টর তরারক হোসেন সোহেল, ডিরেক্টর আলা উদ্দিন আল হাসান, ডিরেক্টর শাহ আলম, সদস্য আব্দুল আউয়াল মিলন, কাজী নজরুল হায়দার প্রমুখ।
হিন্দু ধর্মালম্বীর সবচেয়ে বড় উৎসব দূর্গোৎসব, দাগনভূঞা কেন্দ্রীয় পূজামন্ডপসহ ফেনী জেলা ১৫০টি মন্ডপ রয়েছে, রং তুলির আচড়ে দেবী-দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা সাজে এবং প্রতিটি প্রতিমাকে রং তুলির নিপুন আঁচড়ে রাঙ্গানো হয়েছে, মহা ষষ্ঠী দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার মূল আয়োজন এবং মহাপঞ্চমী দেবীপক্ষের আবহে বাচবে ঢাক ঢোল। ২ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এই মহোৎসব।
আয়োজক কমিটির সভাপতি নিমাই চন্দ্র দাস বলেন, আমরা সুন্দর সুষ্ঠুভাবে পূজা উদযাপন করছি, প্রশাসন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে এবং প্রতিনিয়ত আমাদের স্থানীয় রাজনৈতিক,সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সাথে একাত্ম ঘোষণা করছেন এবং প্রতিনিয়ত খোঁজখবরও নিচ্ছে। আয়োজক কমিটির সদস্যবৃন্দদের পক্ষ হতে মাস্টার দুলাল চন্দ্র দাস, নিমাই চন্দ্র দাস, দিলিপ বিশ্বাস, প্রিয় লাল দাস, অর্জুন দাস, রঞ্জিত দাসসহ উপজেলাবাসীকে শারদীয় শুভেচ্ছা জানান ।