সমস্যাগ্রস্ত পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংককে একীভূত করার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ৮ ডিসেম্বর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এটি খারিজের আদেশ দেন। রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাইয়েদ মাহসিব হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার সাইয়েদ মাহসিব হোসেন বলেন, বেঞ্চের কার্য তালিকায় রিটটি ছিল। রিটকারী পক্ষ ও বাংলাদেশ ব্যাংকের বক্তব্য শোনার পর আদালত রিটটি খারিজ করে দেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ রিটের বিরোধিতা করেন।
গত ১৮ নভেম্বর ব্যারিস্টার সাইয়েদ মাহসিব হোসেন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর একটির সাধারণ বিনিয়োগকারী শহিদুল ইসলামের পক্ষে রিট আবেদনটি করেন। আবেদনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়।
রিটে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনে বিদ্যমান সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় ও আনুপাতিক হারে নতুন শেয়ার ইস্যু করতে নির্দেশ কেন দেওয়া হবে না– এ মর্মে রুল চাওয়া হয়।


















