জলের শরীর থেকে ক্রমাগত সরে যাচ্ছে মেঘ
জমাট বরফ নির্মেঘ জীবনের মতো
জলের শরীর থেকে ক্রমাগত সরে যাচ্ছে রোদ
উজ্জ্বল ভোর, রক্তিম প্রভাতের কাঁপা কাঁপা স্বাদ
জাগরণে জল ও নারীর মতো
মানুষের জীবন থেকে সরে যাবে প্রেম মেধাবী গানের সুর;
কেউ কেউ বলে মোহনার মতো মিশেছে দু’জনে
মেঘ-রোদ
জমাট বরফ, ইচ্ছের স্রোতে পালতোলা তরী ভেসে যাবে কেন?
জলের শরীর বেয়ে একে একে চলে যাবে ভেলা
পুষ্পিত তরী; ছিন্ন-ভিন্ন লাশ
নারীর শরীর বেয়ে প্রসবের বীজ, শীতের কুসুম, মৌসুমী সুখ।
সব পাখি আসে সব পাখি যায়
নারীর শরীরে বসে কামনার পাখি,
(বিরহ সংগীত জানে নারীর শরীর?)
জলের শরীর থেকে ক্রমাগত সরে যাবে মেঘ
জমাট বরফ; নির্মেঘ জীবনের মতো রক্তিম প্রভা, তবু
জলের শরীরে নারী; পুষ্পিত তরী শীতের কুসুম
প্রিয় কবিতার মতো কাঁপে, কেঁপে ওঠে, জলকে কাঁপায়।