২১ নভেম্বর ২০২৪, এখন সময় সন্ধ্যা ৭:২২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক ৩ ভাই গ্রেফতার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
জুন ২৬, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক তিন আসামি আপন ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গ্রেফতাররা হলেন, পটিয়া থানার দক্ষিণ চাটরা মৌলভী পাড়ার মৃত মোহাম্মদ ইসলামের ছেলে মো. জামাল (৩৫), মো. কামাল হোসেন (৩২) ও মো. আব্দুস ছবুর (৪০)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, পটিয়ার কামাল উদ্দীন হত্যা মামালার প্রধান তিন আসামি কর্ণফুলী থানার কর্ণফুলী নদীতে একটি জাহাজে অবস্থান করছে। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার অভিযান চালিয়ে জামাল, কামাল ও আব্দুস ছবুরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতাররা হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেন।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় যে, তারা কামালকে নির্মম ও নৃশংসভাবে ছুরি ও লোহার রড এবং লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে হত্যা পর আইনশৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ছদ্মনাম ধারণ করে দীর্ঘ ৭ বছর যাবত নাম ও ঠিকানা পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। গ্রেফতার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত