timewatch
১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, সকাল ১১:১৩ মিনিট
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন
শিরোনাম

আমন ধানের ফলন বৃদ্ধিতে করণীয় বিষয়ক কর্মশালা

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, রংপুর
জুলাই ১১, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ

রংপুর-দিনাজপুর অঞ্চলে আমন ধানের ফলন বৃদ্ধিতে করণীয় শীর্ষক এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ মঙ্গলবার রংপুর শিল্পকলা একাডেমি মিলানায়তনে ধান গবেষণা ইনস্টিটিউট রংপুরের আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার। ব্রি’র মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক বাদলচন্দ্র বিশ্বাস, বারি মহাপরিচালক ড. দেবাশীষ সরকার,পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহা পরিচালক মোফাজ্জল ইসলাম, গমও ভ্ট্টা গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. গোলাম ফারুক, ব্রি, পরিচালক ও প্রশাসন ড. মোঃ আব্দুল লতিফ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি’র উদ্ভিদ প্রজনন ও সিএসও ড. খন্দকার মো. ইফতেখারুলদৌলা। স্বাগত বক্তব্য রাখেন ব্রি গবেষণা পরিচালক ড. মো. খালেকুজ্জামান। এছাড়া আঞ্চলিক অতিরিক্ত কৃষি কর্মকতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিরা কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে রংপুর অঞ্চলের সবস্তরের কৃষি কর্মকতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - চট্রগ্রাম