৩ ডিসেম্বর ২০২৪, এখন সময় রাত ১১:৩৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

রামপুরায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ১৬, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ

রাজধানীর রামপুরায় কাঁচা বাজার করতে বের হয়ে ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় পারভীন বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি ফরিদপুর সদর উপজেলার পাচুরিয়া গ্রামের মৃত শহিদ হাওলাদারের স্ত্রী পারভীন। বর্তমানে পূর্বরামপুরা বউবাজার এলাকায় ছেলের সঙ্গে থাকতেন।

১৬ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘এ ঘটনায় রিকশাটি জব্দ, ও চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের বড় ছেলে শাহিনের স্ত্রী জেসমিন বেগম বলেন, আমার শাশুড়ি (পারভীন) সকাল ১০টার দিকে বাসার অদূরে কাঁচাবাজারে গিয়েছিলেন। পরে সংবাদ পাই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। সেখান থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারভীন তিন ছেলের জননী ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত