নওগাঁর মান্দায় এক হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৩ শতাধিক শুপারি ও ফুলের গাছ রোপন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ২ নং ভালাইন ইউনিয়নের ভালাইন ইসলামিয়া দারুল উলুম কওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এসব গাছের চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভালাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব দানেশ আলী সরদার, সহ-সভাপতি এমদাদুল হক বাবু, আলহাজ্ব রইস উদ্দিন মাস্টার,আয়ুব হোসেন চঞ্চল, সদস্য ইসরাফিল হোসেন, ইমরান আলী, আতিকুর রহমান প্রমূখ। এছাড়াও অত্র মাদ্রাসা ও এতিমখানার ভারপ্রাপ্ত মোহতামিম হাফেজ মাওলানা জায়েদ হোসেন, ক্বারী মাওলানা রবিউল ইসলাম, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।