বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ও গবেষক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ময়মনসিংহ জেলার কৃতিমান ক্রীড়া সংগঠক অধ্যাপক আ বা ম নুরুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিমন্ত্রী বলেন, অধ্যাপক আ বা ম নুরুল আনোয়ার ছিলেন জাতীয় পর্যায়ে অনেক রবীন্দ্র সংগীত শিল্পী তৈরির মূল কারিগর। তিনি ঢাকা ছায়ানট ও ইউডা’র সংগীত বিভাগে শিক্ষকতা করেছেন৷ ময়মনসিংহে প্রতিষ্ঠা করেছিলেন আনন্দ ধ্বনি ও শিশু তীর্থ নামে সংগীত শিক্ষার প্রতিষ্ঠান। বাংলাদেশের বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অধ্যাপক আ বা ম নুরুল আনোয়ার গতকাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি——-রাজিউন)।