৩ নভেম্বর ২০২৪, এখন সময় সকাল ৮:৫৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

জাপানি তিন শিশুকে বাবা-মায়ের মধ্যে ভাগ করে দিলেন হাইকোর্ট

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

জাপানি নারী এরিকো নাকানো ও বাংলাদেশি বাবা ইমরান শরিফের তিন মেয়ের মধ্যে দুই মেয়ে মায়ের কাছে থাকবে এবং এক মেয়ে আপাতত বাবার কাছেই থাকবে। আর বাবা-মা উভয়েই সন্তানদের সঙ্গে সাক্ষাতের পূর্ণ সুযোগ পাবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার হাইকোর্টোর বিচারপতি মামনুন রহমানের একক বেঞ্চ এ আদেশ দেন। জাপানি শিশুদের রিভিশন মামলার শুনানি নিয়ে এই আদেশ দিয়েছেন আদালত।

আদেশে বলা হয়েছে, জাপানি শিশু জেসমিন মালিকা (বড়) ও তার ছোট বোন সোনিয়া তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে। মেজ মেয়ে লাইলা লিনা তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবে। প্রথম ও তৃতীয় মেয়েকে নিয়ে জাপানি নাগরিক নাকানো এরিকো বাংলাদেশে বা যেকোনো দেশে বসবাস করতে পারবেন। তবে বাবা সন্তানদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার সুযোগ পাবেন। একইভাবে দ্বিতীয় মেয়ে লাইলা লিনা বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবেন। এক্ষেত্রেও জাপানি মা দ্বিতীয় মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

সর্বশেষ - আইন-আদালত