২০ সেপ্টেম্বর ২০২৪, এখন সময় সকাল ১১:৩৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

চলমান অস্থিরতার মধ্যেও মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আত্মবিশ্বাসী বিসিবি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২৮, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ

চলতি বছরের অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্ব আসর বসবে বাংলাদেশে। যা ঘিরে এরই মধ্যে সূচি চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। তবে এর মধ্যেই নতুন করে বিপত্তি বাধিয়েছে বাংলাদেশে চলমান অস্থিরতা। গত কয়েক দিনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে বইয়ে গেছে এক ভয়াবহ তাণ্ডবলীলা। বাংলাদেশের এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই এখানে বিশ্বকাপ আয়োজন নিয়ে নিজেদের শঙ্কার কথা জানিয়েছিল আইসিসি। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হতে চলায় নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী বিসিবি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এমনটিই জানিয়েছেন বিসিবির দুই কর্মকর্তা।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এ বিষয়ে বলেন, এখন পর্যন্ত আমি যা জানি, পরিকল্পনা অনুযায়ী আমরাই আসন্ন আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছি এবং আমরা সেটা মাথায় রেখেই কাজ করছি। টুর্নামেন্টটি মাঠে গড়ানোর এখনো অনেক সময় বাকি থাকায় এ বিষয় নিয়ে খুব একটা আতঙ্কিত নন বিসিবি মহিলা উইংয়ের চেয়ারম্যান ও বর্তমান ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বিষয়টি নিয়ে বলেছেন, আমরা আশাবাদী যে আগামী দিনে সবকিছু ঠিক হয়ে যাবে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দল আগে কঠিন সময়ে এখানে সফর করেছে। তখন রাজনৈতিক পরিস্থিতি বেশ সহিংস ছিল, করোনা ছিল। আর এখন পরিস্থিতি সে রকম নয়। দিন দিন অবস্থার উন্নতি হচ্ছে। কাজেই আমরা টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আশাবাদী এবং আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত