বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার ২০ জুন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিক, প্রগতিশীল নেতৃত্বের প্রতীক এবং মহান মুক্তিযুদ্ধের একজন সম্মানিত সংগঠক ও যোদ্ধা। বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার সততা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ছিলেন। তিনি শুধু একজন নেতা নন, ছিলেন একজন আদর্শবান সংগঠক, সমাজসেবক এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী অভিভাবকসুলভ রাজনৈতিক ব্যক্তিত্ব। বিবৃতিতে আরও জানানো হয়, ‘জাতির এই শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার ছিলেন আমাদের দলের একটি অন্যতম ভিত্তি। তাঁর নেতৃত্ব, প্রজ্ঞা ও ত্যাগ বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই শূন্যতা অপূরণীয়।’
বিএসপি চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, ‘মরহুমের পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।’
বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকে দেশবাসীর নিকট মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।