৯ অক্টোবর ২০২৪, এখন সময় বিকাল ৩:৫১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বাগেরহাটে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, বাগেরহাট
জুলাই ২৫, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নাতনিকে ধর্ষণের অভিযোগে মো. আবুল হোসেন হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার রায়েন্দা বাজারের পূর্ব মাথার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, উপজেলার রায়েন্দা বাজারের পূর্ব মাথার চায়ের দোকানি আবুল হোসেনের মেয়ের ঘরের ১৫ বছরের নাতনি তার কাছে বসবাস করে। তার মেয়ে ও জামাই কাজের সুবাধে পার্শ্ববর্তী দেশ ভারতে থাকেন। এই সুযোগে গত দুই বছর বিভিন্ন সময় আবুল তার নিজ স্ত্রীকে ঘুমের ঔষধ খাওয়ায়ে সুযোগ মতো নাতনিকে ধর্ষণ করতেন। গত ২২ জুলাই রাতে তিনি তার নাতনিকে উপর্যপুরি ধর্ষণ করেন। এতে তার নাতনি অসুস্থ হয়ে পরে। পরদিন সকালে তার খালাতো বোন মেয়েটিকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। এ সময় মেয়েটি নানা আবুল হোসেন তাকে ধর্ষণ করেছে বলে জানায়।

ধর্ষণের ঘটনা আবুল নিজেও পুলিশের কাছে স্বীকার করেছেন।

এ ব্যাপারে মেয়েটির নানির বোন রেণু বেগম বাদী হয়ে শরণখোলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েটির মামা জসিম খলিফা বলেন, ‘এ ধরনের ঘটনা সমাজে আর যাতে না ঘটে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত